Skip to content

Shirin's Blog

Dream comes true

Menu
  • Web Design
    • WordPress
  • Hacking
  • Freelance
  • Branding
Menu

কিভাবে ওয়ার্ডপ্রেস শিখে অনলাইনে বিভিন্ন ভাবে টাকা আয় করা যায়?

Posted on March 9, 2023March 9, 2023

ওয়েবসাইট-বিল্ডিং টুল/CMS হিসাবে ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা বিবেচনা করে আপনি ওয়ার্ডপ্রেস থেকে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে পারেন। সর্বোপরি, ওয়ার্ডপ্রেস হল ইন্টারনেটের সবচেয়ে বড় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসার পরে, এখন মানুষ খুব সহজেই ওয়েবসাইট তৈরি করে সেখানে নিজেদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারেন।

ওয়ার্ডপ্রেস শিখে আমরা বিভিন্ন ধরনের বিজনেস, non-profit, ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি এবং ক্লায়েন্টকে এই ধরনের ওয়েবসাইট তৈরী করে দিয়ে আমরা ইনকাম করতে পারি, নিজে ব্লগ লিখে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ব্লগিং করে ইনকাম করতে পারি, আমরা প্লাগিন বাথিং ডেভেলাপমেন্ট করে বিভিন্ন মার্কেটপ্লেসে প্লাগিন বিক্রি করে ইনকাম করতে পারি, নিজে একটি ই-কমার্স বা ড্রপ শিপিং প্লাটফর্ম গড়ে তুলে সেখান থেকে ইনকাম করতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের সিকিউরিটি এবং ব্যাকআপ সার্ভিস দিয়ে ক্লায়েন্ট থেকে ইনকাম করতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে এসইও সার্ভিস প্রোভাইড করে লোকাল এবং ইন্টারন্যাশনাল থেকে ইনকাম করতে পারি। এছাড়া আমরা নিজেরা যা ওয়াডপ্রেস সম্পর্কে জানি তা অনলাইন বিভিন্ন স্কিল শেয়ারিং/ কোর্স প্লাটফর্মে আমাদের স্কিল সেল করে ইনকাম করতে পারি।

আপনার ইচ্ছাশক্তি, মেধা,কাজ করার মন মানসিকতা থাকলে আপনিও ওয়ার্ডপ্রেস ক্যারিয়ার হিসেবে নিয়ে প্রচুর টাকা আয় করতে পারবেন।

কিন্তু এমন অনেকেই আছেন যারা জানেন না কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে টাকা আয় করা যায় বা ওয়ার্ডপ্রেস কি, কেন এটি সব থেকে বেশি জনপ্রিয়। আবার অনেকেই আছেন যারা নতুন ওয়ার্ডপ্রেস শিখছেন কিন্তু জানেননা কিভাবে ওয়ার্ডপ্রেস থেকে আয় করা যায়। পাশাপাশি অনেকেই ওয়ার্ডপ্রেস এ যথেষ্ট এক্সপার্ট হওয়া সত্ত্বেও সঠিক তথ্য বা আয়ের উপায় জানা না থাকায় ওয়ার্ডপ্রেস সম্পর্কিত কাজ খুজে পাননা এবং সে অনুযায়ী টাকা আয়ও করতে পারেনা।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

©2023 Shirin's Blog | WordPress Theme by Superbthemes.com